বিমানে উঠেই যদি দেখতে পান বিমানকর্মীদের লাস্যময়ী নাচ তাহলে কেমন হয়! নিশ্চয় মন্দ হবে না! ভাবছেন তা কি করে হয়? অবিশ্বাস্য মনে হলেও সত্যিই এমন অভিনব উদ্যোগ নিয়েছে ভিয়েতনামের এয়ারলাইন্স ভিয়েতজেট। প্রতিযোগিতায় টিকে থাকতে ও গ্রাহক টানতে অভিনব এমনই এক পন্থা গ্রহণ করেছে বেসরকারি এ এয়ারলাইন্সটি।
জানা যায়, বৈশ্বিক এয়ারলাইন্স প্রতিযোগিতায় নিজেদের পরিষেবায় অভিনবত্ব আনতেই এই বিশেষ পদক্ষেপ গ্রহণ করা হয়েছে। একটি সূত্র জানায়, ভিয়েতজেটের বিমানে উঠলেই লাল ও হলুদ রঙের বিকিনি পরিহিত মেয়েরা লাস্যময়ী নাচের মাধ্যমে যাত্রীদের মনোরঞ্জন করছেন। তবে বিকিনি পরিহিত সেবিকাদের ছবির মাধ্যমে বিমান পরিষেবার প্রচার করা হবে না বলে কর্তৃপক্ষ জানায়। কিন্তু বিমানসেবিকাদের বিকিনি পরিহিত ছবিগুলো কোনোভাবে ফাঁস হয়ে যাওয়ায় এয়ারলাইন্সটির চাহিদা এখন তুঙ্গে।