পুরুষদের ম্যাগাজিনের প্রতি অত্যাধিক আকর্ষণ টিন-এজারদের অবাঞ্ছিত যৌন চাহিদা বাড়িয়ে তোলে। অপরদিকে নারীদের ম্যাগাজিন টিন এজার মেয়েদের সেক্স নিয়ে আরও সতর্ক করে তোলে। সম্প্রতি ওয়াশিংটন স্টেট ইউনিভার্সিটির একদল গবেষকের পর্যবেক্ষণে এমন তথ্যই উঠে এসেছে।
ওয়াশিংটন স্টেট ইউনিভার্সিটির সহকারী অধ্যাপক এডওয়ার্ড মুরো বলেন, মিডিয়ায় যা দেখায় ও পড়া হয়, তা কিশোরদের মস্তিষ্কে ব্যাপক প্রভাব ফেলে। গবেষণা বলছে, পুরুষদের ম্যাগাজিনে নারীদের যেভাবে পণ্য হিসেবে দেখানো হয়, তাতে কিশোররা নারীদের সহজলভ্য ভেবে ফেলেন। অনেক সময়ই এইসমস্ত ম্যাগাজিনে সেক্সের এমন অনেক গল্প থাকে, যার সঙ্গে বাস্তবের কোনও মিল থাকে না। এতে পাঠকদের মনে যৌন মিলন নিয়ে নানান ভুল ধারনা তৈরি হয়। তাই বিশেষজ্ঞরা এই ধরনের ম্যাগাজিন পড়া এড়িয়ে চলার পরামর্শ দিয়েছেন।
বিডি-প্রতিদিন/২৮ সেপ্টেম্বর ২০১৪/রাসেল / আহমেদ