পিটসফিল্ডের অধিবাসী কাইউস ভিওভিস (৩৪) নামে এক ব্যাক্তিকে ২০১১ সালে তিনজনকে খুন করার দায়ে অভিযুক্ত করা হয়েছে। ওই ব্যক্তি খুন, সন্ত্রাস এবং অপহরণের জন্য অভিযুক্ত হয়েছেন। এসব অপরাধে তাকে জামিন অযোগ্য আজীবন কারাদণ্ড দিয়েছেন আদালত।
যুক্তরাষ্ট্রের ম্যাসাচুসেটস অঙ্গরাজ্যের আদালতের রায় ঘোষণার পর জুরিদের উদ্দেশে ভিওভিস বলেছেন, 'আমি তোদের সবাইকে নরকে দেখে নেব।'
ভিওভিস মুখে উল্কি এবং কপালে অস্ত্রোপচার করে শিং লাগিয়ে নেয়ার জন্য গণমাধ্যমেও বেশ আলোচিত।
গত শুক্রবার এ রায় ঘোষণার পর ভিওভিস জুরিদের উদ্দেশে এ কথা বলেন।
তবে তার আইনজীবী জেমস গ্যাভিন রিয়ারডন বলেছেন, তার মক্কেল অতি আবেগবশত আদালতের এজলাশে এমন চিৎকার করেছেন। বহুদিন কারাগারে নির্জনবাসের কারণে তার মানসিক অবস্থা স্বাভাবিক নেই। এ রায়ের বিরুদ্ধে তিনি আপিল করবেন বলেও জানান।
বিডি-প্রতিদিন/২৮ সেপ্টেম্বর ২০১৪/জান্নাত