সামাজিক যোগাযোগের মাধ্যমগুলির ব্যাপ্তি বাড়ার সঙ্গে সঙ্গে মানুষের পারস্পরিক সম্পর্কের ক্ষেত্রেও নানারকম পরিবর্তন এসেছে। আজকাল নতুন নতুন সম্পর্ক যেমন এর মাধ্যমে গড়ে উঠছে, তেমনি ভাঙছেও হরদম। সম্প্রতি নতুন এক গবেষণায় বিশেষজ্ঞরা দেখেছেন, সোশাল মিডিয়ায় গড়ে ওঠা সম্পর্ক খুব দ্রুত ভেঙে যাওয়ার সম্ভাবনা থাকে।
সংশ্লিষ্ট গবেষণার এক গবেষক বলেন, বিয়ে করার উদ্দেশ্যে হোক বা শুধু বন্ধুত্বের জন্য হোক, অনলাইনের মাধ্যমে পরিচয় হলে তার ভিত্তি শক্তপোক্ত থাকে না। পরিচিত হওয়ার পর কোথায় দেখা করবেন, আলাপচারিতা, তাদের বেশভূষাসহ বেশ কয়েকটি বিষয় পরস্পরকে ভালো লাগার পেছনে কাজ করে।
ক্যালিফোর্নিয়ার ইনস্টিটিউট অব ব্রাসেলস, বেলজিয়াম অ্যান্ড ইন্টারঅ্যাক্টিভ মিডিয়ার গবেষক ব্রেন্ডা কে ওয়াইডারহোল্ড বলেন, তবে তারা জুটি গড়ে কতদিন পরস্পরের সঙ্গে থাকবেন তা নির্ভর করে পারস্পরিক বোঝাপড়া, বিশ্বস্ততা, সম্পর্কের গভীরতা ইত্যাদির ওপর।
এ গবেষণা প্রতিবেদনটি 'সাইবারসাইকোলজি, বিহেভিয়ার অ্যান্ড সোশাল নেটওয়ার্কিং' জার্নালে প্রকাশিত হয়েছে।
বিডি-প্রতিদিন/ ২৯ সেপ্টেম্বর, ২০১৪/ রশিদা