বিয়ে নিয়ে মানুষের শখের শেষ নেই। দুনিয়াকে তাক লাগিয়ে দিতে কেউ সাগরতলে বিয়ে করছেন, তো কেউ করছেন বিমানে। এবার পাহাড় চূড়ায় উঠে বিয়ে করে চমক দেখালেন জেমি ও ডেভিড জুটি। তাও কোন বায়ুযানে করে নয়, নিজেরাই বেয়ে উঠে গেলেন দুই হাজার ৩০০ ফুট উপরে। উঠেই একে অপরকে পাথরের মতো শক্ত বাধনে বেঁধে ফেললেন।
কানাডিয়ান এই যুগল তাদের বিয়ের পেছনে খরচ করেছেন প্রায় সাত হাজার পাউন্ড। পাহাড়ের চুড়ার অসাধারণ দৃশ্য দু'চোখ ভরে উপভোগ করেছেন তারা। দুজনে দুজনকে ‘আই ডু’ বলার সময় আবেগে কেঁদে ফেলেছিলেন তারা। বিয়ের সেই মূহূর্তটি স্মরণীয় হয়ে আছে তাদের কাছে।
জানা গেছে, এক বন্ধুর বিয়ের ভিডিওতে নকল পাহাড় বেয়ে ওঠার দৃশ্য দেখে এই যুগলের মনে ইচ্ছেটার জন্ম। যেমন চিন্তা তেমন কাজ! দুজনেই পাহাড় বেয়ে ওঠার প্রশিক্ষণ নেওয়া শুরু করে দেন। পেশায় পুষ্টিবিদ জেমি বলেন 'আমার কখনই ইচ্ছে ছিলো না বিয়ে করার। এমনকি যখন বালিকা ছিলাম তখনো বিয়ে নিয়ে কোনো স্বপ্ন আমি দেখিনি। কিন্তু যখন থেকে এমন রোমাঞ্চকর একটি ইচ্ছে হলো তখনই আমরা সিদ্ধান্ত নিলাম যে বিয়েটা সাধারণভাবে না করে পাহারের চূড়াতেই করবো।'
বিডি-প্রতিদিন/৩০ সেপ্টেম্বর ২০১৪/ আহমেদ