স্টেডিয়াম ভাঙলে টাকা পাবেন দর্শকরা। এ কথা শুনতে একটা ধাক্কা দেয় মনে। এটা কি আদৌও সম্ভব। কেননা যেখানে বিশ্বের বিভিন্ন দেশে দিন দিন খেলার মাঠের সংখ্যা কমে যাচ্ছে, সেখানে কিনা স্টেডিয়াম ভাঙলে টাকা পাবেন দর্শকরা। আবাক হওয়ার কথায় বটে। তবে কথাটা কিন্তু মিথ্যা নয়। এমন এক অদ্ভুদ ঘটনা ঘটানোর জন্য দর্শকদের আহ্বান জানিয়েছে অস্ট্রিয়ার একটি ক্লাব।
অস্ট্রিয়ার প্রথম শ্রেণীর ক্লাব রাপিড ভিয়েনা কর্তৃপক্ষ এমনটাই ঘোষণা করে তারা বলছে, ‘স্টেডিয়াম খুশি মনে ভাঙুন এবং অর্থ উপাজর্ন করুন।’ কিন্তু এমন ঘোষণার কারণ কী? কিছুই নয়৷ক্লাব কর্তৃপক্ষ চাইছে ৩৭ বছরের পুরনো এই স্টেডিয়াম ভেঙে নতুন রূপ দিতে প্রস্তুত৷ ২২ হাজার আসন বিশিষ্ট নতুন স্টেডিয়াম হবে অত্যাধুনিক। উদ্বোধনের সময়ও ঠিক করে ফেলেছে তারা। ২০১৬ সালে এই নতুন স্টেডিয়াম উদ্বোধন করতে ইচ্ছুক ভিয়েনা রেপিড। ততদিন পর্যন্ত ক্লাব ব্যবহার করবে ভিয়েনায় জাতীয় স্টেডিয়াম আর্নস্ট হাপেল।
বিডি-প্রতিদিন/২ অক্টোবর, ২০১৪/মাহবুব