আপনার একাকিত্ব দূর করতে এগিয়ে এসেছে প্রযুক্তি। এবার একাকিত্বের সঙ্গী হবে চেয়ার!
সম্প্রতি জাপানি এক প্রতিষ্ঠান এক ধরনের চেয়ার তৈরি করেছে যার উপরিভাগে রয়েছে মনুষ্যাকৃতির একটি পুতুল। কাপড়ের তৈরি ওই পুতুলটির মুখাবয়ব বেশ বন্ধুবৎসল। মাথায় রয়েছে টুপি। তবে পা না থাকলেও রয়েছে দুটো হাত। চেয়ারে বসা ব্যক্তি চাইলেই সে তার হাত বাড়িয়ে দেবে। বন্ধুর মতোই জড়িয়ে ধরবে ব্যক্তিটিকে।
পুতুলটি কথাও বলতে পারে। চেয়ারের মালিক চাইলেই যে কোনো সময় কথা বলতে পারবেন তার সঙ্গে। হুইলচেয়ার ব্যবহারকারীদের জন্য চেয়ারটির একটি ভার্সনও রয়েছে।
চেয়ারটির মূল্য ধরা হয়েছে ৪৬ হাজার জাপানী ইয়েন (৪১৯ ডলার)।
বিডি-প্রতিদিন/২ অক্টোবর, ২০১৪/জান্নাত