অনেক সময় একটি মুরগির ডিমের ভেতরে ২ টি কুসুম থাকে। খুব হঠাৎ এই ধরনের জিনিস নজরে পড়ে। কিন্তু একটি ডিমের ভেতরে সুস্থ সবল আরেকটি ছোটো আকারের খোসাসহ ডিম পাওয়ার ঘটনা একেবারেই বিরল।
এলম্যান নামক এক ব্যক্তি তার নিজের ফার্মের একটি ডিমের ভেতরে অপর একটি ডিমের এ বিরল ঘটনা দেখতে পান। তার পোষা মুরগির একটি ডিম অন্যান্য ডিমের তুলনায় অস্বাভাবিক রকমের বড়।
প্রায় দ্বিগুণ আকারের এই ডিম নিয়ে অনেক জল্পনা কল্পনার শেষে যখন ডিমটি ভাঙা হয় তখন তার ভেতর থেকে বের হয় স্বাভাবিক আকারের খোসাসহ আর একটি মুরগির ডিম! গবেষকদের মতে মুরগির দেহের হরমোনের তারতম্যের কারণে এমনটা হয়েছে।
ভিডিওটি দেখতে ক্লিক করুন- http://www.youtube.com/watch?feature=player_embedded&v=_wubgAIiWpY
বিডি-প্রতিদিন/২ অক্টোবর, ২০১৪/জান্নাত