ওয়াল্টার মরিসন। সারা জীবন আফসোস করা ছাড়া আর কোনো উপায় নেই তার। এই ভুল হয়তা মৃত্যুর আগে পর্যন্ত মরিসনকে তাড়িয়ে বেড়াবে।
ওয়াল্টার মরিসন কাজ করতেন বিমানবন্দরের সাফাই কর্মী হিসেবে। সেদিন বিমানবন্দরে কাজে ব্যস্ত ছিলেন। হঠাৎই একটা প্যাকেট চোখে পড়ে তার। সেই প্যাকেটটা নিয়ে জামায় লুকিয়ে ফেললেন। ভাবলেন ওই প্যাকেটে রাখা আছে কিছু নগদ টাকা, বা কোনও ফাইল।
কিছুক্ষণ পরেই প্যাকটটা মাত্র ২০ ডলারে বেচে মাদক কিনে ফেললেন।
কপাল এতো খারাপ! পরে চুরির দায়ে পুলিশের হাতে ধরা খেলেন ওয়াল্টার। আদালতের সামনে কাঁদতে কাঁদতে স্বীকার করলেন চুরির কথা।
এরপরই বিচারক যা শুনালেন তাতে ওয়াল্টারের বুক চাপড়ে মরে যাওয়া জোগার। তিনি বললেন, 'শোনো হে, তুমি শুধু চোর নও, একজন বোকা মানুষও বটে। তোমার ওই প্যাকেটের মধ্যে ছিল ১ লাখ ডলারের হীরা!'
বিডি-প্রতিদিন/৩ অক্টোবর, ২০১৪/জান্নাত