বয়স্ক ব্যক্তিদের ঘ্রাণ অনুভূতি লোপ পেলে পাঁচ বছরের মধ্যে মৃত্যুর আশঙ্কা রয়েছে। তাই ঘ্রাণশক্তি পরীক্ষার মাধ্যমে বয়স্কদের মৃত্যুর সম্ভাব্যতা নির্ধারণ করা সম্ভব। সম্প্রতি যুক্তরাষ্ট্রে এক গবেষণায় এমন তথ্য পাওয়া গেছে বলে দাবি করা হয়েছে। খবর এএফপির
ফিয়াস সাময়িকীতে প্রকাশিত এ গবেষণা প্রতিবেদনে জানানো হয়, বয়স্ক ব্যক্তিদের মধ্যে ঘ্রাণের অনুভূতি হ্রাস পেলে পাঁচ বছরের মধ্যেই মৃত্যুর মুখে পড়ার আশঙ্কা রয়েছে। ৫৭-৮৫ বছর বয়সী তিন হাজার পাঁচজন নারী-পুরুষের মধ্যে ২০০৫-০৬ সালে প্রথম দফায় এই গবেষণা চালানো হয়। পাঁচ বছর পর ২০১০-১১ সালে দ্বিতীয় দফায় একই নমুনার ওপর আবার গবেষণা চালানো হয়।
এতে দেখা যায়, সাধারণ ঘ্রাণশক্তির পরীক্ষায় ব্যর্থ হওয়া বয়স্কদের মধ্যে ৩৯ শতাংশ উক্ত সময়ের মধ্যে মারা গেছেন।
গবেষকরা জানিয়েছেন, ঘ্রাণশক্তি পরীক্ষার মাধ্যমে দ্রুত ও কম খরচে রোগীর মৃত্যুর সর্বোচ্চ ঝুঁকি চিহ্নিত করা সম্ভব। বিশেষ করে হৃৎযন্ত্র, ক্যানসার ও ফুসফুসের রোগ নির্ণয়ের চেয়ে ঘ্রাণশক্তির পরীক্ষার মাধ্যমে সহজে মৃত্যুর আভাস নির্ণয় করা যাবে। তবে ঘ্রাণশক্তি লোপের সঙ্গে মৃত্যুর সম্পর্ক ব্যাখ্যা করতে পারেননি তারা।
গবেষক দলের প্রধান শিকাগো বিশ্ববিদ্যালয়ের সার্জারি বিভাগের সহযোগী অধ্যাপক জয়ন্ত পিন্টো বলেন, ‘এটা সরাসরি মৃত্যুর কারণ নয়। কিন্তু এটা একটা আভাস। খুব খারাপ কিছু, ক্ষতির প্রাথমিক সতর্কতা।’
বিডি-প্রতিদিন/অক্টোবর ২০১৪/শরীফ