১৯৯৫ সালে এক গাড়ি দুর্ঘটনায় গুরুতর জখম হয়েছিলেন ফ্লোরিডার বাসিন্দা মেরি অ্যান ফ্রাঙ্কো। শিরদাঁড়ায় এমন চোট পেয়েছিলেন যে তিনি অন্ধ হয়ে যান। এই ২০ বছর ধরে দৃষ্টি ফিরে পেতে কম চেষ্টা করেননি ফ্রাঙ্কো।
কিন্তু হঠাৎই ঘটে গেল এক অলৌকিক ঘটনা। কোন বিশেষণই খুঁজে পাচ্ছিলেন না ফ্লোরিডার এক হাসপাতালের নিউরোসার্জন জন আফসার। কারণ ২০ বছর ধরে অন্ধ থাকার পর আচমকাই দৃষ্টি ফিরে পেয়েছেন তার ৭০ বছর বয়সী রোগী মেরি অ্যান ফ্রাঙ্কো।
কিছু দিন আগে বাড়িতে হাঁটহাঁটির সময় ফ্লোর টাইলসে পা আটকে পিছন দিকে পড়ে যান ফ্রাঙ্কো। ফের কাঁধের কাছে ‘স্পাইনাল কর্ড’-এ গুরুতর আঘাত পান। এর জন্য কাঁধে অস্ত্রোপচারও করতে হয়। কিন্তু অস্ত্রোপচারের পর জ্ঞান ফিরতেই ফ্রাঙ্কো বুঝতে পারেন তার চারপাশে থাকা সমস্ত জিনিসই তিনি দেখতে পাচ্ছেন।
বেডের পাশে থাকা জানালা দিয়ে গাছপালার নড়াচড়া সবই প্রত্যক্ষ করছিলেন তিনি। বিশ্বাসই হচ্ছিল না তার। কিন্তু নার্স যখন তাকে ওষুধ দিতে এলো তখন বুঝতে পারলেন এটা কোন ‘স্বপ্ন’ বা ‘হ্যালুসিনেশন’ নয় তিনি সত্যিকারেই দৃষ্টি ফিরে পেয়েছেন।
মেরি অ্যান ফ্রাঙ্কোর এমনভাবে দৃষ্টি শক্তি ফিরে পাওয়ার ঘটনায় হইচই পরে যায় হাসপাতালে। ছুটে আসেন ফ্রাঙ্কোর নিউরো সার্জন জন আফসার। সমস্ত দিক খতিয়ে দেখে তিনি একে ‘অলৌকিক’ ছাড়া আর কিছুই বলতে পারছিলেন না।
তবে আফসারের মতে, গাড়ি দুর্ঘটনায় ফ্রাঙ্কোর শিরদাঁড়ার আঘাত কোন ভাবে তার চোখের ধমনীতে রক্ত চলাচল বন্ধ করে দেয়। ফলে দৃষ্টিশক্তি হারিয়ে ফেলেন। কিন্তু নতুন করে শিরদাঁড়ায় চোট পাওয়া চোখের শীরা ও ধমনীতে ফের রক্ত প্রবাগ শুরু হয়।
অস্ত্রোপচারে এই রক্ত প্রবাহ স্বাভাবিক গতি নেওয়ায় ফ্রাঙ্কো তার দৃষ্টিশক্তি ফিরে পেয়েছেন। তবে ফ্রাঙ্কোর এমনভাবে দৃষ্টি ফিরে পাওয়াকে বিশ্বজুড়ে অধিকাংশ মানুষও ‘অলৌকিক’ বলেই ব্যাখ্যা করছেন।
বিডি-প্রতিদিন/ ০৯ মে, ২০১৬/ হিমেল-১০