৯ মে, ২০১৬ ১৩:৩১

বিমানে বসে অংক কষায় গোয়েন্দা জেরায় অধ্যাপক

অনলাইন ডেস্ক

বিমানে বসে অংক কষায় গোয়েন্দা জেরায় অধ্যাপক

এক নারী যাত্রীর অভিযোগের ভিত্তিতে আমেরিকান এয়ারলাইন্সের বিমানে গোয়েন্দাদের কাছে জবাবদিহি করতে হয় পেনসিলভানিয়া বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক গুইদো মেনজিওকে। তার অপরাধ, বিমানে বসে তিনি ডিফারেন্সিয়াল ইকুয়েশনের অঙ্ক কষছিলেন। অচেনা চিহ্ন দেখে ওই নারী যাত্রী ভাবলেন গোপন সংকেত তৈরি করছেন কোনো সন্ত্রাসবাদী।

পরে ওই নারীর অভিযোগ জানালে এফবিআইয়ের গোয়েন্দারা নামিয়ে নিয়ে যান অধ্যাপক গুইদো মেনজিওকে। জিজ্ঞাসাবাদে জানা যায়, কানাডার কুইনস বিশ্ববিদ্যালয়ে বক্তৃতা দিতে যাচ্ছেন অধ্যাপক। তারই প্রস্তুতি নিচ্ছিলেন তিনি। ভুল বুঝতে পেরে সসম্মানে মেনজিওকে ছেড়ে দেয় এফবিআই। তবে ভিত্তিহীন অভিযোগে গুরুত্ব দেওয়ায় সমালোচনার কবলে পড়তে হয়েছে বিমান কর্তৃপক্ষকে।

 

বিডি-প্রতিদিন/ ০৯ মে, ২০১৬/ আফরোজ

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর