৯ মে, ২০১৬ ১৮:১৫

টিউমারের ওজন প্রায় ৫০ কেজি

অনলাইন ডেস্ক

টিউমারের ওজন প্রায় ৫০ কেজি

রেজিয়া বেগম

বিষফোঁড়া থেকে রূপান্তর হওয়া টিউমারের ওজন প্রায় ৫০ কেজি। এই টিউমার নিয়ে বেঁচে আছেন সিলেটের ওসমানীনগর উপজেলার গোয়ালা বাজারের এওলাতৈল গ্রামের আব্দুল মানিকের স্ত্রী পয়ত্রিশ বছর বয়সী রেজিয়া বেগম।

বেঁচে থাকলেও নিজের ইচ্ছায় চলাফেরা করতে পারেন না তিনি। স্বামী-সন্তানের সাহায্যে সকালে ঘর থেকে বারান্দায় বের হন। আবার দিন শেষে তারা বারান্দা থেকে ঘরে নেন। এভাবে জীবন চলছে বিরল রোগে আক্রান্ত রেজিয়ার। পায়ের আঙ্গুলে ওঠা বিষফোঁড়ায় তার জীবন বিপন্ন হতে চলেছে।

রেজিয়া জানান, ‘বিশ বছর আগের কথা। পায়ের আঙ্গুলে একটি ফোঁড়া ওঠে। দিন যতো যায়, ততোই বড় হতে থাকে। দেড় যুগেরও অধিকসময় ধরে চিকিৎসা করিয়েছেন। কিন্তু কোনো প্রতিকার পাননি।

এ ব্যাপারে সিলেটের সিভিল সার্জন ডা. মো. হাবিবুর রহমান বলেন, ‘ইলিফেন থিয়াসিস’ জীবানুবাহী রোগ এটি। সাধারণত মশাবাহিত এই রোগ উত্তরবঙ্গে দেখা মিলে।

বিডি-প্রতিদিন/ ০৯ মে ১৬/ সালাহ উদ্দীন

 

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর