ছেলের বয়স ১৬। মেয়ের বয়স ৩০। একে অপরের প্রেমিক-প্রেমিকা। কিন্তু ছেলের মায়ের সঙ্গে দেখা হতেই শুরু হল ঝামেলা।
প্রথমে ধমক। এরপর একরে পর এক প্রশ্ন। অভিযোগের পালা ধেয়ে এল মেয়েটির দিকে। মেয়েটি অবশ্য সব দোষ চাপায় ওই মহিলার ছেলের ঘাড়েই। মেয়েটি জানায়, ছেলেটিই নাকি তাকে ডেকে এনেছে। কিন্তু সেকথা মানতে নারাজ মা। এরপর যা হল তা কল্পনার বাইরে।
যুবতির গালে সপাটে এক চড় কষিয়ে দেন মা। পাল্টা চড় খান ওই মহিলাও। এরপর ওই যুবতিকে মাটিতে ফেলে চলে লাথি-কিল-ঘুষি, উত্তমমধ্যম। ক্যামেরায় ধরা পড়ে গোটা ঘটনাটি।
ভিডিওটি সোশ্যাল মিডিয়ায় আপলোড হতেই তা ভাইরাল। ভিডিওতে পাশ থেকে ঐ ছেলেটির গলা শোনা গেলেও তাকে অবশ্য দেখা যায়নি।
বিডি-প্রতিদিন/ ১০ মে ১৬/ হিমেল-০২