সোমনাথ মন্দিরের গর্ভগৃহে বসানো হল সোনার দরজা। গুজরাটের সোমনাথ মন্দিরে ১০০ কেজি সোনা দান করার প্রতিশ্রুতি দিয়েছিলেন মুম্বাইয়ের এক ভক্ত। তিন বছর ধরে সেই প্রতিশ্রুতি পালন করেন তিনি।
কথা মতো ১০০ কেজি সোনা দান করেছেন তিনি। গত দুই বছরে তিনি ৬০ কেজি সোনা দান করেন। ওই সোনা দিয়ে মন্দিরের ত্রিশূল, ডমরু, ধ্বজাদণ্ড ও শিখর সোনা দিয়ে মোড়া হয়েছে৷ সম্প্রতি ওই দাতা দিলীপভাই লখি বাকি ৪০ কেজি সোনা দান করেন।
শোনা যায়, প্রাচীনকালে সোমনাথ মন্দির সোনার ছিল৷ কিন্তু বেশ কয়েকবার বহিরাগত আক্রমণকারীরা মন্দিরে লুঠপাট চালিয়ে যাবতীয় সোনা নিয়ে পালায়। এখন যে মন্দির দেখা যায়, তা সোনার নয় পাথরের।
বিডি-প্রতিদিন/ ১০ মে ১৬/ সালাহ উদ্দীন