১০ মে, ২০১৬ ১১:৫৪

'ঘড়ি' নয় এবার ঘুম থেকে তুলবে 'বিছানা' (ভিডিও)

অনলাইন ডেস্ক

'ঘড়ি' নয় এবার ঘুম থেকে তুলবে 'বিছানা' (ভিডিও)

সকাল ৭টা বাজতে না বাজতেই কানের কাছে বেজে ওঠে বিকট শব্দে অ্যালার্ম। সময় হয়ে গেলেও চোখ জুড়ে তখনও ঘুম। তাই অ্যালার্মটা বন্ধ করে আবার একটু ঘুম।

কিন্তু 'আর একটু' পড়ে যখন ঘুম ভাঙে তখন ঘড়ির দিকে চোখ পড়েতেই মুখ হাঁ। অফিস পৌঁছনোর জন্য হাতে আর ১০ মিনিট বাকি। কোন রকমে তৈরি হয়ে ব্রেকফাস্ট না করেই প্রায় দৌঁড়ে অফিসে ঢোকা। কিন্তু শেষ রক্ষা হয় না। আজও লেট। ঢোকা মাত্রই বসের ঝাড়ি। এরকমটা অনেকের সঙ্গেই হয়।

কিন্তু এবার থেকে আর হবে না। কারণ আপনাকে ঘুম থেকে তোলার দায়িত্ব আর আপনার অ্যালার্ম দেওয়া ঘড়িটার নয়, এখন থেকে আপনার বিছানাই আপনাকে তুলে দেবে।

আরও অবাক হবেন যদি শোনেন এই বিছানা কিভাবে আপনার ঘুম ভাঙাবে। ইঞ্জিনিয়ার কলিন ফুর্জে বানিয়েছেন এক অভিনব 'হাই ভোল্টেজ ইজেক্টর বেড'।

রাত শেষ হয়ে ভোরের আওয়াজ যেই না কানে এলো ওমনি এই বিছানা আপনাকে ছূড়ে ফেলে দেবে নীচে। অ্যালার্মের মতো এখানে 'স্নুজ' করার কোন সুযোগ আপনি পাবেন না। আপনি ঘুম ভেঙে উঠতে বাধ্য।

 

বিডি-প্রতিদিন/ ১০ মে ১৬/ হিমেল-০৯

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর