চলতি বছরের শুরু থেকে এখন পর্যন্ত ভারতের মধ্যপ্রদেশের খারগোন জেলার বড়ি গ্রামে আত্মহত্যা করেছেন মোট ৮০ জন। কোনও ‘দুষ্ট আত্মা’র কাজ বলেই মনে করছেন গ্রামবাসীরা।
তাদের বিশ্বাস অপদেবতাই ভর করেছে এই গ্রামে। কারণ গত বছর মোট ৩৮১ টি আত্মহত্যার খবর পাওয়া গেছে এই গ্রাম থেকে। মাস দুয়েক আগে এই গ্রামের সরপঞ্চ জীবন নিজেই গলায় দড়ি দিয়ে আত্মহত্যা করেন।
এরপরই তার ভাই রাজেন্দ্র সিসোডিয়া সরপঞ্চ হয়েছেন। তার মা ও ভাইও আত্মহত্যা করেছেন কিছুদিন আগে। গ্রামে বাস করে মোট ৩২০টি পরিবার। জনসংখ্যা মোট ২৫০০। তার মধ্যে এতগুলি আত্মহত্যার ঘটনা রীতিমত নাড়িয়ে দিয়েছে গ্রামবাসীদের।
বিডি-প্রতিদিন/ ১০ মে ১৬/ সালাহ উদ্দীন