প্রতিটি মানুষের শরীরে একজোড়া কিডনি থাকে। এর ব্যতিক্রম হওয়াটা অস্বাভাবিক। আর এমন অস্বাভাবিক ও অভূতপূর্ব ঘটনাই ঘটেছে চীনে। সেখানে ১৭ বছর বয়সী এক কিশোরীর শরীরে ২টি নয়, চারটি কিডনি থাকার ঘটনা ধরা পড়েছে। ওই কিশোরীর নাম জিয়াওলিন। পিপলস ডেইলি তাদের এক প্রতিবেদনে একথা জানায়। খবর এনডিটিভির
জিয়াওলিনের শৈশবকাল সুস্থ কাটলেও ব্যাক পেইন নিয়ে সে প্রায়ই চিকিৎসার জন্য হাসপাতালে যেতো। প্রচণ্ড ব্যথা নিয়ে সে সম্প্রতি হাসপাতালে যায়। পরে সেখানকার চিকিৎসকরা আল্ট্রাসাউন্ড করে তার শরীরে চারটি কিডনির উপস্থিতি শনাক্ত করে। আর এ কারণেই তার নিয়মিত ব্যাক পেইন হতো বলে চিকিৎসকরা জানান। এ ঘটনায় অনেকেই বিস্মিত হয়েছেন।
চিকিৎসকদের মতে, একই শরীরে চারটি কিডনি থাকা রোগের নাম 'রেনাল ডুপ্লেক্স মনস্ট্রোসিটি'। তবে এর পরিণতি অনিবার্য মৃত্যু নয়। প্রতি এক হাজার ৫০০ জনের মধ্যে একজনের এ রোগে মৃত্যুবরণের আশঙ্কা রয়েছে।
অবশ্য অস্ত্রোপচারের মাধ্যমে জিয়াওলিনের শরীর থেকে বাড়তি দু’টি কিডনি ফেলে দিয়েছেন চিকিৎসকরা। সে এখন ধীরে ধীরে সুস্থ হয়ে উঠছে।
বিডি-প্রতিদিন/৪ জুন ২০১৬/শরীফ