যুক্তরাজ্যে শুধুমাত্র বাথরুমের কমোড ও রেলিংয়ে আটকে যাওয়া বাচ্চাদের উদ্ধার করতেই রাষ্ট্রীয় কোষাগার থেকে বছরে প্রায় ৫ কোটি টাকা খরচ করা হচ্ছে। লন্ডন ফায়ার ব্রিগেড সূত্রের বরাত দিয়ে এ খবর জানিয়েছে ভারতের বাংলা সংবাদপত্র 'সংবাদ প্রতিদিন'।
খবরে আরও জানানো হয়, ২০১৫ সালে নাকি কমোড ও রেলিংয়ে আটকে পড়া প্রায় দেড় হাজার অভিযোগ জমা পড়ে ফায়ার সার্ভিসে অফিসে। যার মধ্যে ৯৯৯ নম্বরে সবচেয়ে বেশি ফোন এসেছে, বাচ্চা কমোডে আটকে যাওয়ার। বেশিরভাগ ক্ষেত্রেই যা দমকল কর্মীরা যাওয়ার আগেই সমাধান যায়্৷ তারপরও এ কাজে প্রতি বছর ব্যয় হচ্ছে ৫ কোটি টাকা।
এই কারণেই আগে কমিউনিটি সেফটি গ্রুপের ম্যানেজার মার্ক হ্যাজেলটন হামেশাই বাবা-মাকে খুঁটিনাটি প্রশ্ন করে ঘটনার গুরুত্ব জেনে নেন। তারপর ঘটনাস্থলে রওনা দিতে কর্মীদের নির্দেশ দেন।
বিডি-প্রতিদিন/০৮ জুন, ২০১৬/মাহবুব