৮ জুন, ২০১৬ ১২:১৫

মৃত মায়ের জীবিত সন্তান প্রসব!

অনলাইন ডেস্ক

মৃত মায়ের জীবিত সন্তান প্রসব!

জীবিত মায়ের গর্ভেই প্রতিনিয়ত মৃত্যুর খবর পাওয়া যায়, সেখানে মস্তিষ্কের মৃত্যু হওয়ার চার মাস পর এক মা সুস্থ সন্তানের জন্ম দিয়েছেন। মঙ্গলবার এই অস্বাভাবিক ঘটনাটি ঘটেছে পর্তুগালের রাজধান লিসবনের একটি হাসপাতালে।

বিবিসি জানায়, সন্তান গর্ভে আসার ৩২ সপ্তাহে ওই মাকে মৃত ঘোষণা করেছিলেন ডাক্তাররা। এরপর মঙ্গলবার শিশুটি লিবসন হাসপাতালে ভূমিষ্ট হয়। জন্মের সময় তার ওজন ছিল ২.৩ কেজি।

প্রতিবেদনে বলা হয়েছে, ওই নারী মারা যাওয়ার পর বেশ কয়েকটি পরীক্ষা করে হাসপাতাল কর্তৃপক্ষ। এরপর জানান, কৃ্ত্রিমভাবে শ্বাস-প্রশ্বাস চালু রেখে গর্ভের সন্তানকে বাঁচানো সম্ভব। এবং নবজাতকের বাবাও এতে সম্মতি দেন। অবশেষে মঙ্গলবার ওই হাসপাতালেই জন্ম নেয় আট মাসের ওই শিশুটি।

বিডি-প্রতিদিন/০৮ জুন, ২০১৬/মাহবুব

 

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর