মধ্যপ্রাচ্যের দেশ কাতারে ঘুরতে যেয়ে ধর্ষিত হওয়ার অভিযোগ এনেছিলেন এক ডাচ তরুণী, কিন্তু বিচার পাওয়ার পরিবর্তে উল্টো বিয়ে বহির্ভূত সম্পর্কের সন্দেহে ওই তরুণীকে গ্রেফতার করেছে দেশটির পুলিশ। খবর বিবিসির।
ওই তরুণীর আইনজীবী দাবি, গত মার্চ মাসে মাদকের মাধ্যমে অচেতন করে ধর্ষণ করা হয়েছিল ২২ বছর বয়সী ওই তরুণী লরাকে। জ্ঞান ফেরার পর অপরিচিত একটি ফ্ল্যাটে নিজেকে দেখতে পান আর বুঝতে পারেন তাকে ধর্ষণ করা হয়েছে।
ধর্ষণের অভিযোগ আনার পর লরাকে বিয়ে বহির্ভূত সম্পর্কের সন্দেহে গ্রেফতার করা হয়। সোমবার তাকে আদালতে তোলা হবে।
এদিকে, ব্যক্তির বিরুদ্ধে ধর্ষণের অভিযোগ আনা হয়েছে তাকেও গ্রেফতার করা কাতারের পুলিশ। তবে ওই ব্যক্তির দাবি, দু'জনের পারস্পরিক সম্মতিতেই মিলিত হয়েছিলেন তারা।
এর আগে ,২০১৩ সালে মধ্যপ্রাচ্যের দেশ সংযুক্ত আরব আমিরাতে একই রকমভাবে ধর্ষণের অভিযোগ আনার পর বিয়ে বহির্ভূত সম্পর্ক, শপথভঙ্গ ও মদ্যপানের অভিযোগে নরওয়ের এক তরুণীকে ১৬ মাসের জেল দেওয়া হয়। পরে অবশ্য তাকে ক্ষমা করে নরওয়েতে ফেরার অনুমতি দেওয়া হয়।
বিডি-প্রতিদিন/১২ জুন, ২০১৬/মাহবুব