ফোনে মেয়েদের বিরক্ত করার অভিযোগে এক যুবককে উলঙ্গ করে রাস্তায় হাঁটালেন ভারতের মহারাষ্ট্র নবনির্মাণ সেনার নারী কর্মীরা। প্রকাশিত খবরে বলা হয়েছে, এক কিশোরী তাকে ফোনে বিরক্ত ও অশ্লীল মেসেজ পাঠানোর অভিযোগ তোলেন ওই যুবকের বিরুদ্ধে। এরপরই ওই যুবককে ধরে এমন শাস্তি দেন নারীরা।
গতকাল শনিবার এই ঘটনার একটি ছবি প্রকাশিত হলে রীতিমতো শোরগোল পড়ে যায় মহারাষ্ট্রের থানেতে। অভিযোগ রয়েছে, ওই যুবক অপরিচিত মেয়েদের ফোন নম্বর জোগাড় করে তাদের নানাভাবে বিরক্ত করত। এ ছাড়াও ওই ফোন নম্বরে অশ্লীল সব মেসেজ ও ছবি পাঠাত।
এ বিষয়ে মহারাষ্ট্র নবনির্মাণ সেনার নারী কর্মীরা পুলিশকে জানানোর পরও কোন লাভ হয়নি। তারপর পরিকল্পনা করে ওই যুবককে আটক করে নারী কর্মীরা। এরপর তাকে উলঙ্গ করে গণধোলাই দিয়ে রাস্তায় হাঁটানো হয়।
বিডি-প্রতিদিন/এস আহমেদ