পানির নিচে, পাহাড়ের চূড়ায়, বিধ্বস্ত বিমানের ধ্বংসাবশেষের ভেতর, নগ্ন হোটেলসহ কত রকম হোটেলের কথাই আমরা শুনেছি। এ ধারায় বেশ কিছুদিন হলো যুক্ত হয়েছে 'ক্যাপসুল হোটেল'। বিশ্বের অনেক দেশ বিশেষ করে জাপানে ইতোমধ্যে জনপ্রিয়তা পেয়ে এ ধরনের হোটেল। প্রতিবেশি দেশ জাপানের সঙ্গে সঙ্গতি রেখে চীনেও জায়গা হয়েছে ক্যাপসুল হোটেলের। দেশটির বিশেষ করে তরুণ প্রজন্মের মাঝে জনপ্রিয় হচ্ছে এ ধরনের হোটেল। অন্যান্য আবাসিক হোটেলের মতোই এসব হোটেলে রয়েছে আধুনিক সব সুযোগ-সুবিধা যেমন ওয়াই-ফাই সংযোগ, নিজস্ব বিদ্যুৎ ব্যবস্থা, টেলিভিশন সেট এবং ক্যাবল সংযোগ। সেইসঙ্গে রয়েছে টয়লেট ও গোসলখানাও। জয়তু 'ক্যাপসুল হোটেল।'
বিডি-প্রতিদিন/১৩ জুন ২০১৬/শরীফ