আপনার গাড়িতে কাক এসে বসলে কি করবেন? নিশ্চয়, প্রথমে তাড়িয়ে দেবেন। এরপর যদি কোনো বর্জ্য থাকে, সেটা পরিষ্কার করবেন। আর যদি গাড়িটাই বদলে ফেলেন তাহলে কেমন হয়! অবিশ্বাস্য হলেও এমনটাই ঘটেছে ভারতের কর্নাটকে। তবে কোন আম জনতা নন, গত সপ্তাহেই এমন ঘটনা ঘটিয়েছেন স্বয়ং রাজ্যের মুখ্যমন্ত্রী সিদ্দারামাইয়া। খবর আনন্দবাজার পত্রিকার।
ঠিক কী ঘটেছিল? বাসভবন থেকে তৈরি হয়ে নিজের দফতরে যাওয়ার জন্য রওনা দিতে তোড়জোড় করছিলেন সিদ্দারামাইয়া। গাড়িতে উঠতে যাবেন, হঠাৎই নজরে এল বনেটে বসে একটা কাক। প্রথমে তিনি নিজে তা তাড়ানোর চেষ্টা করেন, কোন কাজ না হওয়ায় ডেকে আনেন তার কর্মচারীদের। হুশহাস করে যতই তাকে সরাতে চেষ্টা করা হোক না কেন বনেটে ঠায় বসে থাকে সে। কোন উপায়ান্তর না দেখে এরপর কাকটিকে ধরে ফেলে সেখান থেকে সরিয়ে দেওয়া হয়। কাহিনি এখানেই শেষ নয়।
পত্রিকাটি জানায়, এরপর জ্যোতিষীকে তলব করেন মুখ্যমন্ত্রী। বনেটে কাক বসাটা নাকি অশুভ। আর তাই গোটা গাড়িটিই বদলে ফেলার সিদ্ধান্ত দেন জ্যোতিষী। এরপর থেকেই নাকি মুখ্যমন্ত্রী বাসভবনে শোভা পাচ্ছে সেই পুরনো গাড়ির বদলে এক ঝাঁ চকচকে টয়োটা ফরচুনার।
বিডি-প্রতিদিন/১৩ জনু, ২০১৬/মাহবুব