ভারতের নাগপুরের লতা মঙ্গেশকর হাসপাতালে আশ্চর্য চেহারার সন্তান প্রসব করলেন এক নারী। তার শরীর বিশেষত তার মুখ অন্য শিশুর থেকে সম্পূর্ণ আলাদা। দেখতে অনেকটা প্লাস্টিকের পুতুলের মতো। জানা গেছে, সদ্যজাতটি হারলিকুইন (Harlequin) রোগে আক্রান্ত।
চিকিৎসক অবিনাশ বানাইতের বক্তব্য অনুসারে, এর আগে পাকিস্তান ও জার্মানিতে এই ধরনের দুটি বাচ্চার জন্ম হয়েছিল। অর্থাৎ এই নিয়ে হারলিকুইন রোগে আক্রান্ত তৃতীয় শিশু নাগপুরের সদ্যোজাতটি। মূলত জেনেটিক ডিস়অর্ডারের কারণেই এই ধরনের শিশু জন্মায় বলে জানিয়েছেন তিনি।
হারলিকুইন ইচথায়োশিশ (Harlequin ichthyosis) আক্রান্ত শিশুদের চামড়া আর পাঁচজনের মতো স্বাভাবিক হয় না। পাতলা চামড়ার আবরণে ঢেকে থাকে শরীর। ফলে ত্বকের যত্ন নেওয়া আবশ্যিক।
অপুষ্টি, শ্বাসকষ্ট, ইনফেকশন সহ একাধিক সমস্যা নিয়ে এই শিশুরা ভূমিষ্ঠ হয়। তবে চিকিৎসকরা জানিয়েছেন, এই শিশুটি ভালো আছে।
বিডি-প্রতিদিন/এস আহমেদ