জনগণের টাকা মেরে প্রেসিডেন্টকে হেলিকপ্টার উপহার দেয়ার অভিযোগে গুয়েতেমালার দুই মন্ত্রীকে গ্রেফতার করা হয়েছে। জাতিসংঘ সমর্থিত একটি কমিশনের নেতৃত্বে বড় ধরনের তদন্তের অংশ হিসেবে সাবেক প্রভাবশালী দুই মন্ত্রীকে গ্রেফতার করা হয়।
ম্যানুয়েল লোপেজ অ্যাম্ব্রোসিও এবং মউরিসিও লোপেজ বোনিলার বিরুদ্ধে রাষ্ট্রীয় তহবিলের অর্থ দিয়ে হেলিকপ্টার কিনে সাবেক প্রেসিডেন্ট অটো পেরেজ মলিনাকে উপহার দেয়ার অভিযোগ রয়েছে।
দুর্নীতি-বিরোধী ব্যাপক বিক্ষোভের মুখে পদত্যাগের পর গত সেপ্টেম্বরে মোলিনাকে গ্রেফতার করা হয়। তবে তিনি সব অভিযোগ অস্বীকার করেছেন।
মোলিনা সরকারে লোপেজ অ্যাম্ব্রোসিও প্রতিরক্ষামন্ত্রীর এবং লোপেজ বোনিলা স্বরাষ্ট্রমন্ত্রীর দায়িত্ব পালন করেছিলেন। তাদের বিরুদ্ধে অর্থপাচার ও ষড়যন্ত্রসহ বেশ কয়েকটি অভিযোগ আনা হয়েছে।
বিডি-প্রতিদিন/ ১৩ জুন ১৬/ সালাহ উদ্দীন