ভিন্ন ধর্মাবলম্বী ছেলেকে ভালোবাসাটাই ছিল মেয়েটির অপরাধ। আর এ কারণে তার পরিবার তাকে টানা ৭ বছর ঘরের ভেতর আটকে রাখে। পরে মহিলা কমিশনের সদস্যরা গিয়ে মেয়েটিকে উদ্ধার করেছেন। ঘটনাটি ঘটেছে ভারতের দিল্লিতে।
২০০৯ সাল। মেয়েটির বয়স ২৫। সনাতন ধর্মাবলম্বী মেয়েটি ভালোবাসে সহপাঠী এক মুসলিম যুবককে। কিন্তু তাদের পেমের কথা জেনে যায় পরিবার। মেয়েটিকে বাড়িতে আটকে রাখা হয়। মোবাইল ফোন, ইন্টারনেট ইত্যাদি সবরকম যোগাযোগের মাধ্যম থেকে দূরে রাখা হয় তাকে। মেয়েটি প্রতিবাদী হলে মারধর করা হতো। তার মা আত্মহত্যার হুমকি দিতেন।
পরে একদিন সুযোগ পেয়ে মেয়েটি মায়ের ফোন থেকে দিল্লির মহিলা কমিশনের হেল্পলাইনে ফোন করেন। তারপর মহিলা কমিশনের সদস্যরা গিয়ে ওই তরুণীকে উদ্ধার করেন। আপাতত মহিলা কমিশনের হোমেই রয়েছেন তিনি।
বিডি-প্রতিদিন/ ১৪ জুন, ২০১৬/ আফরোজ