বিয়ের আগে অন্তঃসত্ত্বা হওয়ার মানেই হলো 'গেল গেল জাত গেল' শোরগোল, সভা, সালিশ ইত্যাদি। কিন্তু প্রতিবেশি দেশ ভারতের এক আদিবাসী সম্প্রদায়ে বিয়ের পূর্বশর্ত মাতৃত্বের পরীক্ষায় পাশ করতে হবে। দেশটির পশ্চিমবঙ্গের এক প্রত্যন্ত অঞ্চলে এমন রীতি প্রচলিত রয়েছে।
পশ্চিমবঙ্গের আলিপুরদুয়ার জেলার উত্তরপ্রান্তে ভুটান সীমান্তে একটি ক্ষুদ্র নৃ-গোষ্ঠীর বাস। নাম ‘টোটো’। টো টো সম্প্রদায়ের মেয়েদের বিয়ের আগে অন্তঃসত্ত্বা বা মা হওয়াটা বাধ্যতামূলক। সেখানে মাতৃত্বই দেয় পছন্দের পুরুষকে বিয়ের অধিকার। ওই অঞ্চলটি টোটোপাড়া নামে পরিচিত। অধিবাসী মাত্র দেড় হাজারের মতো।
টোটো সমাজে বিয়ের নিয়ম হলো কোন মেয়ে একজন পুরুষকে পছন্দ করবে। তারপর দুই পরিবারের সম্মতিতে ওই পুরুষের সঙ্গে একবছর সহবাস করতে হবে। এরমধ্যে মেয়েটি গর্ভবতী হলে বিয়ের আয়োজন করা হবে।
বিডি-প্রতিদিন/ ১৫ জুন, ২০১৬/ আফরোজ