নাম অন্বিতা বিজয়। ভারতীয় বংশোদ্ভুত হলেও ৯ বছরের অন্বিতা থাকেন অস্ট্রেলিয়ায়। তিনি বানিয়ে ফেলেছে ‘স্মার্টকিনস অ্যানিমালস’ নামে একটি আইওএস অ্যাপ। এই অ্যাপের সাহায্যে শিশুরা শিখতে পারে বিভিন্ন প্রাণীদের নাম এবং তাদের ডাক। সবচেয়ে আশ্চর্যের বিষয় হল মোবাইল অ্যাপ ডেভেলপমেন্টের কোন প্রশিক্ষণ ছাড়াই অন্বিতা বানিয়েছে এই অ্যাপ।
সম্প্রতি অ্যাপল-এর বার্ষিক কনফারেন্স, ডব্লিউডব্লিউডিসি ২০১৬-তে অংশ নিয়েছিল অন্বিতা। এই কনফারেন্সে অংশ নেওয়ার জন্য একটি স্কলারশিপ দেওয়া হয়। এ বছরের কনফারেন্সের জন্য যে ৩৫০টি আবেদন জমা পড়েছিল তার মধ্যে ১২০ জনেরই বয়স ১৮ বছরের কম।
কিন্তু মাত্র ৯ বছর বয়সে শুধুমাত্র ইউটিউবের টিউটোরিয়াল দেখে দেখে মোবাইল অ্যাপ বানানোর ঘটনা অ্যাপ ডেভেলপমেন্টের ইতিহাসে বিরল। অন্বিতার কথায়, ‘কোডিং করা খুবই চ্যালেঞ্জিং কিন্তু আমি নিজের ওপর খুশি যে আমি হাল ছেড়ে দিইনি।’
সূত্র: এবেলা
বিডি প্রতিদিন/১৫ জুন ২০১৬/হিমেল-২০