একজন ভিক্ষুকের মাসিক আয় কত হতে পারে? বিশ, ত্রিশ সর্বোচ্চ পঞ্চাশ। কিন্তু একজন ভিক্ষুকের আয় যে ৫ লাখ টাকা ছাড়িয়ে গেছে! বিশ্বাস হচ্ছে না! না হওয়ারই কথা। আর এমন অবিশ্বাস্য ঘটনা ঘটেছে মালয়েশিয়ায়। দেশটির পেনাংয়ের সমাজকল্যাণ অধিদপ্তরের এক মুখপাত্র সাইদ সিদুপ জানান, কিছু ভিক্ষুকের দৈনিক আয় ১ হাজার রিঙ্গিত। বাংলাদেশি মুদ্রায় যার পরিমাণ ১৯ হাজার টাকার বেশি। অর্থাৎ মাসিক হিসাবে যা দাঁড়ায় প্রায় ৫ লাখ ৭৫ হাজার টাকা। স্থানীয় সংবাদ মাধ্যম স্টার অনলাইন একথা জানায়।
সাইদ সিদুপ জানান, 'ভিক্ষুকদের কাছ থেকে আমি এ তথ্য পেয়েছি। দানকারীর চেয়েও দানগ্রহীতার আয় বেশি। এদের কারও কারও দৈনিক আয় ১ হাজার রিঙ্গিত বা তার বেশি।' মালয়েশিয়ায় ভিক্ষুক সমস্যা নিয়ে আয়োজিত এক অনুষ্ঠানে এ তথ্য জানান এ মুখপাত্র।
সমাজকল্যাণ মন্ত্রণালয়ের তথ্য অনুযায়ী, চলতি বছরের জানুয়ারির পর রাস্তার ভিক্ষুকদের উৎখাতে সংশ্লিষ্ট মন্ত্রণালয় ১৫০টি অভিযান চালিয়েছে। এতে ২০১ জন ভিক্ষুককে গ্রেফতার করা হয়। এর মধ্যে ১৪২ জন ছিল স্থানীয় আর বাকিরা বিদেশি।
বিডি-প্রতিদিন/১৭ জুন ২০১৬/শরীফ