এক মরুভূমিতে একটি বাচ্চা ও একটি চিতাবাঘ নিজেদের মধ্যে খেলছে। দেখে মনে হচ্ছে ওরা যেন ঘনিষ্ঠ বন্ধু। এমন একটি ভিডিওই সোশ্যাল মিডিয়ায় এখন ভাইরাল।
যদিও এটা কোন মরুভূমি, সেটা অবশ্য ভিডিওটি দেখে বোঝা যাচ্ছে না।
চিতাবাঘ শুধু হিংস্রই নয়। সে দৌড়ানোতেও দুর্দান্ত। একটা চিতাবাধ ঘণ্টায় ৭৫ মাইল গতিবেগে দৌড়াতে পারে। এই ভিডিওতেও দেখা যাচ্ছে যে, ওই বাচ্চাটির দৌড় দেখে চিতাবাঘটিও দৌড়াচ্ছে। অবশ্য ভিডিওতে বাচ্চাটির বাবাকেও দেখা গেছে। দেখুন সেই ভিডিও:
বিডি প্রতিদিন/১৭ জুন ২০১৬/হিমেল-০১