গুজরাটের ভাবনগর গ্রামের বাসিন্দা মহেশ শিভাঙ্গির। পেশায় হিরার ব্যবসায়ী। গত কয়েক বছরে ৪৭২ জন মেয়ের বিয়ে দিয়ে রেকর্ড গড়েছেন তিনি। প্রত্যেককেই এখনও পর্যন্ত রীতিমতো ঘটা করেই বিয়ে দিয়েছেন এই 'বাবা'। সোনার গয়না ও নতুন সংসার বসানোর জন্য সব সরঞ্জাম সহ ৪ লাখ টাকা করে প্রত্যেক কন্যার জন্য বিয়েতে খরচ করেন তিনি। চলতি বছরেও ২১৬ জন কন্যাকে তিনি বিয়ে দেবেন বলে ঠিক করেছন।
গত কয়েক বছর ধরেই তিনি এই কাজ করছেন। আর তাতেই নাকি জীবনের সব সুখ আর আনন্দ পান তিনি। পরিবারের পক্ষ থেকেও সহযোগীতা পেয়ে আসছেন প্রথম থেকেই। আর তাই সমাজ সেবা মুলক এই কাজ চালিয়ে যাচ্ছেন তিনি।
আজ থেকে ৪০ বছর আগে বাবার হাত ধরে ভাবনগরে আসেন মহেশ। সেখানেই তাদের পৈতৃক ব্যবসা শুরু হয়। বাবার মৃত্যুর পর সেই কাজের দায়িত্ব বর্তায় তার উপর। ব্যবসার পাশাপাশি তিনি সিদ্ধান্ত নেন সমাজ সেবায় নিজেকে নিয়োগ করবেন। সেই চিন্তা থেকেই এই কাজ।
সিদ্ধান্ত নেন সমাজের সেই মেয়েদের বিয়ের দায়িত্ব নিজের কাধে তুলে নেবেন যারা ছেলেবেলায় বাবা-মাকে হারিয়েছেন। সেই থেকেই শুরু এই কাজ। তবে তার এই কন্যাদানে নেই ধর্মের কোন বাধা।
বিডি প্রতিদিন/ ১৯ জুন ২০১৬/হিমেল-১০