মঙ্গল গ্রহ নিয়ে নানা রকমের জল্পনা-কল্পনা চলছে বহুদিন ধরেই। সেখানে বসতি গড়তেও আগ্রহী অনেকে। মঙ্গলে চাষাবাদও নতুন কিছু না। কিন্তু এবারের খবরটি চমকপ্রদ। মঙ্গলগ্রহে চাকরির সুযোগ পাওয়া যাবে। শুনতে অবাক লাগলেও এমনটাই জানিয়েছে নাসা।
মার্কিন মহাকাশ গবেষণা সংস্থা 'নাসা'র (NASA) পক্ষ থেকে কয়েকটি চাকরির বিজ্ঞপ্তি দেওয়া হয়েছে। সেখানে বলা হয়েছে, "আপনাদের জানতে ইচ্ছে করে না মঙ্গলগ্রহে কী কী রয়েছে? আমাদেরও করে। আর এই ইচ্ছেকে জাগাতেই আমরা মঙ্গলগ্রহ ও তার দুই উপগ্রহ নিয়ে গবেষণা করতে চাই। তাই সেখানে আপনাদেরও প্রয়োজন।"
অপর একটি বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, "মনে করুন, আপনার একটি অফিস রয়েছে মঙ্গলগ্রহের উপগ্রহ ফোবস-এ। আর আপনি সেই অফিসের জানলা দিয়ে দেখছেন বাইরে খনন কাজ চলছে।''
নাসা'র পক্ষ থেকে ২০১৫ মঙ্গলগ্রহকে জানার প্রক্রিয়া শুরু হয়েছে যা ২০৩০ সালের মধ্যে শেষ হবে বলে আশা করছে সংস্থাটি। আর তারই প্রেক্ষাপটে এই বিজ্ঞাপন।
বিডি-প্রতিদিন/ ১৯ জুন, ২০১৬/ আফরোজ