সরকারি অফিসে এখন থেকে আর নয় জিন্স! পরতে হবে ভারতীয় পোশাক! আর এমনই আদেশ দিয়েছেন উত্তরপ্রদেশের সম্ভলের জেলাশাসক এন কে এস চৌহান। তাঁর মতে, অফিসে জিন্স, টি–শার্ট পরলে পরিবেশ নষ্ট হয়। শান্ত ও গুরুগম্ভীর পরিবেশ বজায় রাখতে কর্মীদের উচিত ভারতীয় পোশাক পরা। এছাড়া অফিস চত্বরে কাউকে ধূমপান করতে দেখা গেলে ৫০০ টাকা জরিমানা করা হবে বলেও ঘোষণা দিয়েছেন চৌহান।
এর আগে কর্মক্ষেত্রে জিন্স, টি–শার্ট নিষিদ্ধ করে সমালোচনার মুখে পড়েছিল গোয়া, রাজস্থান ও কর্ণাটক। গত ৪ জুন ভারতের হরিয়ানা রাজ্য সরকারের পক্ষ থেকে এক নির্দেশিকা জারি করা হয়। সেখানে বলা হয়েছে স্কুলগুলিতে পাশ্চাত্যের কোন পোশাক পরা চলবে না।
বিডি-প্রতিদিন/ ১৯ জুন, ২০১৬/ আফরোজ