বাচ্চাটার বয়স মাত্র ৬। আপনমনে খেলতে খেলতে চলে যায় বাড়ির সামনে পার্ক করা গাড়ির সামনে। তারপর ভিতরে ঢুকে দরজাটা ভিতর দিয়ে বন্ধ করে দেয়। গাড়িটির জানালার সব কাচ বন্ধ ছিল। বেশ কিছুক্ষণ খেলার পর দরজা খোলার চেষ্টা করেও সেটা খুলতে পারেনি। দমবন্ধ হয়ে সেখানেই মারা যায় সে।
ভারতের গুজরাটের সুরাটের স্টেশন রোডস্থ অভিজাত এলাকায় ঘটেছে এই মর্মান্তিক ঘটনা। পুলিশের বরাত দিয়ে গত শনিবার খবরটি দিয়েছে এনডিটিভি।
গত সোমবার নিখোঁজ হয় সোমেশ দাস নামের ওই শিশুটি। পরিবারের লোকজন যখন খোঁজাখুঁজি করে শিশুটিকে পেল না, থানায় গিয়ে নিখোঁজ ডায়েরি করেন তারা। চার দিন পর গত শুক্রবার গাড়ির ভিতর থেকে পচা গন্ধ বের হলে স্থানীয় লোকজন গাড়ির মালিককে খবর দেন। পরে মালিক এসে গাড়ির দরজা খুললে সেখানে শিশুর আধপঁচা মৃতদেহ পাওয়া যায়।
পুলিশ সিসিটিভি ফুটেজ দেখে নিশ্চিত হয়, শিশুটি একা একা খেলতে খেলতে ওই গাড়িতে উঠে পড়েছিল।
বিডি-প্রতিদিন/ ২০ জুন, ২০১৬/ আফরোজ