পাকিস্তানের সিন্ধু প্রদেশে হিন্দু ধর্মীয় মতালম্বীদের পবিত্র চিহ্ন 'ওম' খোদাই করা জুতা বিক্রির অভিযোগে এক বিক্রেতাকে গ্রেফাতার করেছে দেশটির পুলিশ। একই সঙ্গে তার দোকানের মালামাল জব্দ করা হয়েছে।
হিন্দু সম্প্রদায়ের বিক্ষোভের প্রেক্ষাপটে পাকিস্তানের ব্লাসফেমি আইনের আওতায় তাকে গ্রেফতার করা হয়েছে বলে সোমবার জানিয়েছে বিবিসি।
পাকিস্তান হিন্দু পরিষদের প্রধান বলেছেন, হিন্দুদের পবিত্র চিহ্ন ‘ওম’ খোদাই করা ওই জুতা বিক্রির মাধ্যমে তাদের অসম্মান করা হয়েছে এবং এটা অনৈতিক।
প্রসঙ্গত, পাকিস্তানের ব্লাসফেমি আইনের আওতায় যে কোন ধর্মকে অসম্মান করা অপরাধ।
বিডি-প্রতিদিন/২১ জুন, ২০১৬/মাহবুব