সরকারি চাকরির প্রতি আগ্রহটা যেন সকলের একটু বেশিই। কিন্তু তাই বলে মালবাহক বা কুলির পদে আবেদন করবেন গ্রাজুয়েট বা এমফিল ডিগ্রিধারীরা এমনটা দেখলে অবাক হতেই হয়। আর এরকম ঘটনা ঘটেছে ভারতের মহারাষ্ট্রে।
মহারাষ্ট্র পাবলিক সার্ভিস কমিশন (MPSC) জানিয়েছে‚ কুলি বা হামাল পদ আছে পাঁচটি। আবেদন করেছেন আড়াই হাজারের বেশি প্রতিযোগী। এর মধ্যে ৫ জন এম ফিল ডিগ্রিধারী। ২৫৩ জন পোস্ট গ্র্যাজুয়েট আর ৯৮৪ জন গ্র্যাজুয়েট। কাঙ্ক্ষিত যোগ্যতা যা আছে সেই অনুযায়ী পরীক্ষার্থী আছেন মাত্র ১৭৭ জন।
এতে কোন মৌখিক পরীক্ষা হবে না, লিখিত পরীক্ষার ফলের উপর ভিত্তি করে নিয়োগ দেয়া হবে। পরীক্ষা হবে বেসিক গণিত‚ ভাষা এবং অ্যাপ্টিটিউড-এর উপর।
সমাজবিজ্ঞানীদের অভিমত, চরম বেকারত্ব থেকে জন্ম নেয় হতাশা। মানুষ জীবিকার তাগিদে নিজের যোগ্যতায় ভরসা করতে পারছে না। যার ফলে একজন উচ্চশিক্ষিত ডিগ্রিধারী আবেদন করছেন কুলির পদে।
বিডি-প্রতিদিন/ ২২ জুন, ২০১৬/ আফরোজ