শিকারের হাতেই আক্রান্ত হল শিকারি। ধর্ষণ রুখতে ধর্ষণকারীর পুরুষাঙ্গ ছিন্ন করলেন নিগৃহীতা। আশঙ্কাজনক অবস্থায় হাসপাতালে ভর্তি দুষ্কৃতী। গত শুক্রবার ভারতের মীরাটে এ ঘটনাটি ঘটে।
শুক্রবার সকালে প্রাতঃকৃত্য সারতে বাড়ির কাছে জঙ্গলে ঢুকেছিলেন মীরাটের কাছাকাছি ইঞ্চোলি গ্রামের এক দলিত তরুণী। সেই সময় অতর্কিতে তাকে আক্রমণ করে বছর তেইশের স্থানীয় বাসিন্দা রইস। ছুরি তাক করে সে তরুণীর শ্লীলতাহানির চেষ্টা করে বলে পুলিশ জানিয়েছে। ধস্তাধস্তির সময় নিগৃহীতা তরুণী দুষ্কৃতীর হাত থেকে ছুরিটি ছিনিয়ে নেন। তারপর সেই ছুরি দিয়েই আক্রমণকারীর পুরুষাঙ্গ বিচ্ছিন্ন করেন।
আহত রইসের চীত্কার শুনে ছুটে আসেন গ্রামের মানুষ। তরুণীর থেকে বিস্তারিত ঘটনা জানা যায়। রক্তাক্ত রইসকে স্থানীয় হাসপাতালে ভর্তি করা হয়েছে। তার অবস্থা আশঙ্কাজনক।
পুলিশ জানিয়েছে, তরুণীর অভিযোগের ভিত্তিতে রইসের বিরুদ্ধে শ্লীলতাহানি ও ধর্ষণের চেষ্টা করার অভিযোগ দায়ের করা হয়েছে। অভিযুক্ত যুবক ও নিগৃহীতা তরুণী ভিন্ন সম্প্রদায়ভুক্ত হওয়ার কারণে ঘটনা ঘিরে উত্তেজনা ছড়ানোর সম্ভাবনা রয়েছে। এই কারণে গ্রামের নিরাপত্তা ব্যবস্থা জোরদার করা হয়েছে।
বিডি-প্রতিদিন/এস আহমেদ