১টি আঙ্গুরের দাম সর্বোচ্চ কত হতে পারে দশ টাকা, পনের টাকা বা সর্বোচ্চ পঞ্চাশ টাকাই। কিন্তু জাপানে এক আঙ্গুর এমন দামে বিক্রি হয়েছে যা শুনে যে কারোরই ভ্রু কুঁচকে উঠার কথা। গত বৃহস্পতিবার জাপানের কানাজাওয়া শহরের একটি পাইকারি বাজারে আঙ্গুর বিক্রির জন্য নিলামের আয়োজন করা হয়। উন্মুক্ত এ কেনা-বেচায় অংশ নেন দেশটির ধনকুবেররা। শুরু হয় নিলামের হাকডাক।
কিছুক্ষণের মধ্যে ৩০টি আগুরের দাম ওঠে ১০ হাজার ৯০০ ডলার। মুহূর্তেই রেকর্ড দামে বিক্রি হয়ে গেল বিশেষ জাতের এ আঙ্গুরগুলো। সে হিসেবে প্রতিটি আঙ্গুরের দাম পড়ে ৩৬০ ডলার যা বাংলাদেশি মুদ্রায় প্রায় ২৮ হাজার টাকা!
'রুবি নোমান' জাতের এই আঙ্গুর কেবল জাপানের ইশিকাওয়া অঞ্চলেই হয়। প্রতিটি আঙ্গুরের আকার একটি পিংপং বলের সমান। ওজন ২০ গ্রামের মতো। খেতে অত্যন্ত মিষ্টি হওয়ায় একে 'সুপার সুইট আঙ্গুরও' বলা হয়।
বলা হয়ে থাকে, এটি বিশ্বের সবচেয়ে দামী আঙ্গুর। জাপানের স্থানীয় ধনীদের কাছে এই আঙ্গুর কিনতে পারা সামাজিকভাবে আভিজাত্যের প্রতীক হিসেবে বিবেচনা করা হয়। অনেকসময় প্রিয় বা সম্মানিত কাউকে উপহার দিতেও জাপানিরা এ আঙ্গুর কিনে থাকে।
১৯৯২ সাল থেকে জাপানে রুবি আঙ্গুরের চাষ শুরু হয়। তবে উৎপাদন বাড়ায় ২০০৮ সাল থেকে নিলামে বিক্রির রীতি চালু হয়।
বিডি-প্রতিদিন/৯ জুলাই ২০১৬/শরীফ