মরতে মরতে বেঁচে গেলেন পাঁচ পর্যটক। বৃহস্পতিবার ঈদের সন্ধ্যায় ভারতের গরুমারা জাতীয় উদ্যান সংলগ্ন জঙ্গলপথ এলাকায় হাতির সাথে সেলফি তুলতে গিয়ে ঘোরতর বিপদে পড়ে যান তারা।
জানা যায়, রাস্তার দু’পাশে মানুষ দেখে সম্ভবত বিভ্রান্ত হয়েই গরুমারার জঙ্গল থেকে লাটাগুড়ির জঙ্গলে যাওয়ার পথে দাঁড়িয়ে যায় ছয় হাতির একটি দল। সেই সময়ে বনকর্মীদের নিষেধ অমান্য করে হাতির দলটিকে পিছনে রেখে নিজেদের মোবাইল থেকে সেলফি তোলায় ব্যস্ত হয়ে পড়েন পাঁচ পর্যটক। নানা কায়দায় ছবি তুলতে শুরু করেন। আচমকাই ক্ষেপে ওঠে দলের একটি হাতি। পর্যটক দলটির দিকে রীতিমতো তেড়ে-ফুঁড়ে যায় আর প্রাণপনে দৌড় দিয়ে প্রাণ বাঁচান পাঁচ পর্যটক।
গরুমারা সাউথ রেঞ্জ কর্তৃপক্ষ জানায়, ঘটনার পর পর্যটকদের আটক করে জিজ্ঞাসাবাদ করার কথা ভাবা হলেও বনকর্মীরা হাতির দলটিকে জঙ্গলে পাঠাতে ব্যস্ত হয়ে পড়ার সুযোগে পালিয়ে যায় তারা। সংবাদ প্রতিদিন।
বিডি-প্রতিদিন/ ০৯ জুলাই, ২০১৬/ আফরোজ