বৈশ্বিক উষ্ণতার কারণে বাড়ছে সমুদ্রপৃষ্ঠের উচ্চতা। বাড়ছে প্রাকৃতিক দুর্যোগ। বদলে গেছে ঋতু। আর এর প্রতিবাদ জানাতে শরীরে রঙ মেখে নগ্ন হয়েছিলেন তিন হাজার নর-নারী। ছবি তুলে পোস্ট করেছিলেন বিভিন্ন সামাজিক যোগাযোগ মাধ্যমে। কিন্তু 'সি অফ হাল' নামে ওই আন্দোলনের ছবি পোস্ট করার দায়ে এক নারীর ওপর নিষেধাজ্ঞা জারি করল ফেসবুক। ফেসবুক থেকে মুছে দেওয়া হয়েছে গণআন্দোলনের বেশ কিছু ছবি। ফেসবুক কর্তৃপক্ষের দাবি- এসব ছবি শ্লীলতার সীমা ছাড়িয়েছে। সামাজিক যোগাযোগ মাধ্যমে দেওয়ার মতো এগুলো নয়।
মানুষের অপরিসীম অবহেলার জেরে ছন্দপতন ঘটছে প্রকৃতির। বিশ্ব উষ্ণায়ণের ফলে দ্রুত গলছে অ্যান্টার্কটিকা, গ্রিনল্যান্ডের বরফস্তর। ফুলে উঠছে সমুদ্র, তলিয়ে যাওয়ার আশঙ্কায় দিন গুনছে পৃথিবীর বেশ কিছু স্থান। সম্প্রতি মার্কিন শিল্পী স্পেন্সার টিউনিকের ডাকে ব্রিটিশ শহর হালে এক অভূতপূর্ব বিক্ষোভ প্রদর্শনীতে সাড়া দিয়েছিলেন নগরবাসী। সমুদ্রের চার বিশিষ্ট রঙে অনাবৃত শরীর রাঙিয়ে গণবিক্ষোভে অংশগ্রহণ করেছিলেন অসংখ্য মানুষ। তাদের অনেকেই ফেসবুকে আন্দোলনের ছবি পোস্ট করেন।
কিন্তু সেই সমস্ত ছবি কুরুচিকর এবং যৌনতাকে প্রশ্রয় দিচ্ছে এমন অভিযোগ ফেসবুকের। একটি বিবৃতি মারফত ফেসবুকের তরফে জানানো হয়েছে, 'আমরা নগ্নতা প্রদর্শনের বিরোধী। কিছু ছবি এই কারণে সরিয়ে দেওয়া হয়। এই নিষেধাজ্ঞা যে কোনও পোস্টের ক্ষেত্রেই প্রযোজ্য যদি না তা কোনও শিক্ষামূলক, ব্যঙ্গাত্মক অথবা হাস্যরস সৃষ্টির জন্য প্রয়োগ করা হয়ে থাকে। যে সমস্ত কনটেন্ট যৌন হিংসা ছড়ায় অথবা তাতে প্ররোচনা দেয়, সরিয়ে দেওয়া হয় সেই সমস্তও। ইত্যাদি..'
'সি অফ হাল'-এর প্রধান আয়োজক মার্কিন শিল্পী স্পেন্সার টিউনিকের দাবি, নিছক নগ্নতায় ইন্ধন জোগানো বা যৌন প্ররোচনা দিতে এই স্বেচ্ছা প্রদর্শনীর ব্যবস্থা করা হয়নি। তার মতে, শৈল্পিক সত্তার দাবি মেনে পরিবেশ রক্ষার তাগিদে এ এক স্বতঃস্ফূর্ত শান্তিপূর্ণ সমাবেশ। বলা বাহুল্য, এই যুক্তির ধার ধারেনি ফেসবুক কর্তৃপক্ষ। উল্টো নিজের নগ্ন ছবি পোস্ট করার দায়ে সোশ্যাল মিডিয়ার পাতা থেকে তিনদিনেক জন্য নির্বাসিত হয়েছেন হাল শহরের বাসিন্দা এলি মর্টিমার (৪৬)। ফেসবুক প্রোফাইল দেখতে পেলেও তাতে কোনও কমেন্ট বা পোস্ট করতে পারছেন না ওই নারী। দুপুরে ছবি পোস্ট করার সঙ্গে সঙ্গেই নোটিশ দিয়ে তাকে নির্বাসনের সিদ্ধান্ত জানিয়ে দেওয়া হয়েছে বলে এলি জানিয়েছেন। একই অপরাধে ফেসবুকের পাতা থেকে মুছে দেওয়া হয়েছে হালের অন্য দুই বাসিন্দা হেলেন জেমস (৩৮) ও সু রবার্টসনের (৫২) পোস্ট করা বিক্ষোভের নগ্ন ছবি।
বিডি-প্রতিদিন/এস আহমেদ