গুগলে আজ মোস্ট ট্রেন্ডিং সেলিব্রিটি তেরেসা মে। ভাবছেন তেমনটাই তো হওয়ার কথা ছিল? কারণ যিনি একটু পরেই যুক্তরাজ্যের সাড়ে ৬ কোটি মানুষের দায়িত্ব নিতে যাচ্ছেন। তবে একটু ভুল করছেন। ইনি হলেন একজন গ্ল্যামার মডেল ও পর্নস্টার। বুধবার যুক্তরাজ্যের প্রধানমন্ত্রীর দায়িত্ব নিতে যাওয়া টেরেসা মের নামের বানানে ফারাক শুধু একটা 'এইচ'।
আর এখানেই বেঁধেছে ধাঁধা। ব্রিটিশ কনজারভেটিভ পার্টির নেতা তেরেসার ইংরেজি নামের বানান Theresa May। তবে গুগলে সার্চ করতে গিয়ে অনেকেই ভুল করে বাদ দিয়েছেন ইংরেজি অক্ষর 'টি'-এর পর 'এইচ'। আর তাতেই গুগলের মোস্ট সার্চড হিসেবে ট্রেন্ড করছেন টিট রেডার, শ্যাগ, গবল অ্যান্ড স্পাঙ্ক, নাইলন নটিজ-এর মতো ছবিতে অভিনয় করা পর্নস্টার Teresa May।
১০ ডাউনিং স্ট্রিটের পথ এখন প্রতিযোগিতাহীন। তেরেসা প্রধানমন্ত্রী হচ্ছেনই। তবে গুগল সার্চে বানানের ফেরে প্রতিযোগিতার মুখে পড়তে হচ্ছে তাকে। বানান বিভ্রাটে তেরেসার কঠিন চ্যালেঞ্জের মুখে ব্রিটেনের দায়িত্ব নিতে যাওয়া তেরেসা।
সূত্র: আনন্দবাজার পত্রিকা
বিডি-প্রতিদিন/১৩ জুলাই, ২০১৬/মাহবুব