জলজ্যন্ত বিড়াল রান্নার চেষ্টাকালে যুক্তরাষ্ট্রের নিউইয়র্কে এক ব্যক্তিকে গ্রেফতার করেছে পুলিশ। আটক ব্যক্তির নাম দারেন আন্নোভি।
৪২ বছর বয়সী ওই ব্যক্তির বিরুদ্ধে অভিযোগ, তিনি ওভেনে জীবিত বিড়ালটিকে রান্নার চেষ্টা করছিলেন।
স্থানীয় কর্তৃপক্ষের বরাত দিয়ে বুধবার (১৩ জুলাই) এ তথ্য জানিয়েছে আন্তর্জাতিক সংবাদমাধ্যম।
পুলিশ জানায়, সোমবার (১১ জুলাই) স্থানীয় সময় রাত ৯টার দিকে বাটভিয়া শহরের একটি বাসায় তীব্র ধোঁয়া দেখা যায়। এ সময় আশপাশের লোকজন স্থানীয় দমকল বাহিনীকে বিষয়টি জানালে উদ্ধারকর্মীরা ঘটনাস্থলে এসে পৌঁছায়। এরপর তারা আন্নোভির বাসার ওভেন খুলে বিড়ালটিকে উদ্ধার করে। আহত অবস্থায় জীবিতই উদ্ধার করা গেছে বিড়ালটিকে।
পুলিশ আরও জানায়, আন্নোভির বিরুদ্ধে নিরীহ পশুর ওপর নিষ্ঠুরতার অভিযোগ আনা হয়েছে।
বিডি-প্রতিদিন/এস আহমেদ