ইউরোপ-আমেরিকায় গ্রাফিটি আর্ট উন্মুক্ত থাকলেও এশিয়ার দেশগুলোতে এটি নিষিদ্ধ। তবে এর ব্যতিক্রম দেখা গেছে তাইওয়ানে। খবর বিবিসির।
খবরে বলা হয়, দেশটির শিমেন জেলায় 'গ্রাফিটি আর্ট' বা বিশেষ দেয়াল চিত্র সংস্কৃতির একটি বড় অংশ হয়ে উঠেছে। সাধারণত রাস্তাঘাটে গ্রাফিটি আঁকলেই শিল্পীদের জরিমানা গুনতে হয়, কিন্তু এই এলাকায় এর ব্যতিক্রম ঘটনাই ঘটছে।
গ্রাফিটি আর্টিস্টরা ইংরেজি কিছু লেখার ক্ষেত্রে সাধারণত ইউরোপিয়ান স্টাইল অনুসরণ করে থাকেন। কিন্তু এখন অনেকেই নিজ দেশের সাংস্কৃতিক পরিচয় তুলে ধরছেন এই চিত্রকর্মের মাধ্যমে।
বিডি প্রতিদিন/১১ সেপ্টেম্বর ২০১৬/হিমেল-১৩