অবিশ্বাস্য হলেও সত্য। টেনে-হিঁচড়ে কামড়ে এক সদ্যোজাত শিশুর অর্ধেকটাই খেয়ে নিল ভয়ানক কুকুরের দল। নৃশংস ও মর্মান্তিক এই ঘটনাটি ঘটেছে ভারতের হায়দরাবাদের বিকারাবাদ বাসস্ট্যান্ড'র সামনে।
গত রবিবার সকালের দিকে বাস ধরার জন্য একজন দু'জন করে মানুষজন আসতে শুরু করেছে। হঠাৎ তাঁরা একটি শিশুর চিৎকারের আওয়াজ শুনতে পায়। কী হয়েছে দেখতে গিয়ে তাঁদের চোখ কপালে! একদল কুকুর একটি সদ্যোজাতকে ছিঁড়ে খাচ্ছে। তাঁরা কুকুরগুলোকে তাড়ানোর চেষ্টা করেন। কুকুরগুলোকে তাড়াতে সক্ষম হলেও ততক্ষণে সব শেষ। বাঁচানো যায়নি শিশুটিকে।
সদ্যোজাত শিশুটি কী করে ওখানে এল? কে বা কারা তাকে ওখানে ফেলে গেল বিষয়টি তদন্ত করছে পুলিশ। তবে স্থানীয় মানুষজন জানিয়েছেন, শনিবার রাতে দুই মহিলাকে ওই বাসস্ট্যান্ডে দেখা গেয়েছিল।
সূত্র: আনন্দবাজার পত্রিকা
বিডি-প্রতিদিন/এ মজুমদার