একি যেই সেই চুরি। খোদ পুলিশ অফিসারের প্লেট থেকে হাতসাফাই করা হল। তিনটি আলুভাজা চুরির দায়ে এক ভদ্রমহিলাকে গ্রেপ্তার করেছে পুলিশ।
গত ৭ই সেপ্টেম্বর ঘটনাটি ঘটেছে ওয়াশিংটন ডিসি-তে । অভিযোগকারী পুলিশ অফিসারের বক্তব্য, মহিলা নেশাগ্রস্ত ছিলেন। বিনা নোটিশে অফিসারের প্লেট থেকে টুপটাপ করে আলুভাজা তুলতে থাকেন। তাই দেখে মেজাজ হারান পুলিশ অফিসারও। তিনি ভদ্রমহিলাকে এমন কাজ করতে বারণ করেন। এমনকি আলুভাজা চুরির অভিযোগে তাকে গ্রেপ্তার করতে পারেন বলে হুমকি দেন।
কিন্তু তাতে পাত্তা না দিয়ে আরও একবার পুলিশের পাত থেকে যেই আলুভাজা তুলে মুখে পুরেছেন মহিলা, তাকে হাতেনাতে গ্রেপ্তার করা হয়। ভদ্র মহিলার জায়গা হয় শ্রীঘরে।
তাই এবার থেকে সাবধান! অন্যের পাত থেকে অনুমতি ছাড়া আলুভাজা তুলতে গেলে যে কোনও সময়ে হতে পারেন 'ক্যাচ কট কট '!
বিডি-প্রতিদিন/তাফসীর