দাম্পত্য কলহের জের ধরে স্ত্রীর নাক কামড়ে দিয়েছেন স্বামী। ভারতের শাহজাহানপুরের নারথা হাঁসরাম গ্রামে এই বিস্ময়কর ঘটনাটি ঘটেছে। গত বুধবার স্ত্রীর চেহারা যেন বিশ্রি দেখায় সেজন্য এই কাণ্ড ঘটিয়েছেন সঞ্জীব রাঠোর। স্ত্রী কমলেশ এবং ছয় বছরের সন্তানকে নিয়েই থাকতেন সঞ্জীব।
প্রতিবেশিরা জানিয়েছেন, খুবই হিংস্র প্রকৃতির সঞ্জী। বুধবার সকালে কমলেশের সঙ্গে এক ব্যক্তির ফোনে কথা বলা নিয়ে তাদের মধ্যে কথা কাটাকাটি শুরু হয়। সেই সময় নেশাগ্রস্ত অবস্থায় ছিলেন সঞ্জীব। ঝগড়ার একপর্যায়ে তিনি স্ত্রীর নাকে কামড়ে দেন। এ ঘটনায় সঞ্জীবের বিরুদ্ধে পুলিশের কাছে অভিযোগ দায়ের করেছে স্ত্রী কমলেশের পরিবার। সূত্র: সংবাদ প্রতিদিন।
বিডি-প্রতিদিন/ ১৫ সেপ্টেম্বর, ২০১৬/ আফরোজ