শখের বসে আপনার শরীরে করা ট্যাটুই আপনাকে চাকরি পেতে সাহায্য করবে! খবরটি শুনে অবাক হলেও যারা বিভিন্ন বারের ম্যানেজার পদে চাকরি করতে ইচ্ছুক তারা ট্যাটু থাকার কারণে এই বিশেষ সুবিধা পাবেন। সেই ট্যাটুটি অবশ্যই এমন জায়গায় বানাতে হবে যা সহজেই চোখে পড়ে।
এমনই তথ্য ওঠে এসেছে ইংল্যান্ডের অ্যান্ড্রু বিশ্ববিদ্যালয়ের করা একটি সমীক্ষা থেকে। তাদের সমীক্ষা থেকে এটাই ওঠে এসেছে যে নাইটক্লাবের ম্যানেজার হিসেবে ট্যাটু অন্যতম গ্রহণযোগ্য একটি বিষয়। এই রিসার্চ এটাই বলছে কিছু বারের প্রধানরা মনে করেন, ট্যাটু ক্রেতাদের কাছে পজিটিভ ইমেজ তৈরি করে, যা নাইটক্লাবেরও ইমেজের জন্য ভালো।
অ্যান্ড্রু বিশ্ববিদ্যালয়ের একজন গবেষক টাইমিং জানিয়েছেন, ট্যাটু কাস্টোমারদের আকর্ষণ করে, তার ফলে তারা এখনকার ট্রেন্ডটা সম্পর্কে জানতে পারে। ট্যাটুর টার্গেট অডিয়েন্স যদি কাউকে বলা হয়ে থাকে তারা হল ইয়ং জেনারেশন। তাই তাদের পছন্দের ওপরও জোর দেওয়া হবে বারের ম্যানেজার নির্বাচন করার আগে। পপ সংস্কৃতিতে ট্যাটু এখন একটি অন্যতম গুরুত্বপূর্ণ বিষয়।
সূত্র: কলকাতা ২৪
বিডি প্রতিদিন/ ১৮ সেপ্টেম্বর ২০১৬/হিমেল-১৬