‘ওয়্যারউল্ফ’ সিনড্রোম নামে এক বিরল চর্মরোগে আক্রান্ত হয়েছে ভারতের মহারাষ্ট্রের এক শিশু। চিকিৎসা বিজ্ঞানের মতে, এই রোগটি জিনবাহী। এর মূল সমস্যা শরীরে মাত্রাতিরিক্ত লোম থাকা। লোমের কারণেই এই রোগটির নাম ‘ওয়্যারউল্ফ’ সিনড্রোম। রোগীর শরীরে লোমের আধিক্যের কারণে নেকড়ের সাথে সদৃশ বলা হয়।
মা-বাবার থেকেই শিশুর শরীরে এই রোগের সঞ্চার ঘটে বলে জানা যায়। সম্প্রতি পুণের একটি পাঁচ মাসের শিশু এই রোগে আক্রান্ত বলে জানা যায়। ওই শিশুর মা মনীষা রাউত জানিয়েছেন, জন্মের পর তিনি এবং তার বোনও একই সমস্যায় আক্রান্ত ছিলেন। সেই সূত্রেই এই বিরল জিনবাহী রোগে আক্রান্ত হয়েছে ওই শিশু। এখন শিশুটির বয়স পাঁচ মাস।
মনীষা আরও বলেন, শৈশবে তাকে এই সমস্যার জন্য অনেক কটূক্তি শুনতে হয়েছে। অনেক অপমানজনক পরিস্থিতির মুখোমুখি হতে হয়েছে। এমনকি স্কুল-কলেজেও নানারকম হয়রানির শিকার হতে হয়েছে তাদের দুই বোনকে। এখন তার সন্তানকেও একই পরিস্থিতির সম্মুখীন হতে হবে ভেবে শঙ্কিত ২২ বছর বয়সী গৃহবধূ মনীষা। এখন পর্যন্ত এই বিরল রোগের কোন চিকিৎসা নেই বলে জানিয়েছেন চিকিৎসকরা।
বিডি-প্রতিদিন/ ১৯ সেপ্টেম্বর, ২০১৬/ আফরোজ