গাড়ি না আসায় সেদিন ২৩ বছরের মেয়েটা বাসে উঠেছিল। বাসে ওঠার পর বসার জায়গা না পাওয়ায় দাঁড়িয়ে ছিল। এরপরই ঘটল কাণ্ডটা। একটা লোক এসে ঐ মেয়েটিকে ধাক্কা মেরে ফেলে দিল। তারপরই তার মুখে সজোরে লাথি মারলেন। এমন ঘটনাই ঘটেছে তুর্কির এক বাসে।
২৩ বছরের আইসগুল তেরজি নামের এক যুবতীকে মুখে লাথি মারার অভিযোগে গ্রেফতার করা হয় ৩৫ বছরের এক ব্যক্তিকে। কিন্তু গ্রেফতারের পরে পুলিশের কাছে সেই ব্যক্তির বক্তব্য, 'আমি যা করেছি জাতির স্বার্থে। মেয়েদের অধিকার নেই শর্টস পরার। ওটা জাতির অপমান।' এদিকে তেরজি পেশায় নার্স ছিলেন। ৩৫ বছরের শক্তিশালী (শারীরিক) ব্যক্তির লাথির আঘাতে তিনি এখন হাসপাতালে ভর্তি।
সেদিন বাসে লাগানো সিসিটিভিতে ধরা পড়ে যায় যুবতীকে লাথি মারার ভিডিও। সেই ভিডিওতে দেখা যায় লাথি মারার পর জোরে চেঁচিয়ে সেই ব্যক্তি বলছেন, যে সব মেয়েরা শর্টস পরে তাদের মরাই ভাল।
বিডি প্রতিদিন/২০ সেপ্টেম্বর ২০১৬/হিমেল